![]() |
| কিছু না হয় অপ্রকাশিত থেকে যাক ! |
যেমন এক মেঘের দুপুরে হারিয়েছিল
অজানা রূপকথার শ্বেত পালক।
যার ইতিহাস শুধুই জেনেছিল এক শঙ্খচিল।
কিছু থেকে যাক, কেবল আলো আঁধারি ছুঁয়ে ছুঁয়ে
যেমন নিশ্চুপ কাব্য গেঁথে চলে, রাত্রি ভরে
দীঘির কালো জলে ঢেউ তোলে
দক্ষিণের নির্জন ঝিরঝির বাতাস।
যে বাতাস স্পর্শ করেছিলো নীলপদ্মের অধর।
কিছু না হয় ভালোবাসার কাব্য হয়ে যাক !
যেমন বৃষ্টিভেজা পর্দার আড়ালে
চুপে চুপে রূপালী আলোর পিদিম জ্বালানো
দুটো জোনাকের অবুঝ সংসার।
যার মায়াবী আবছায়া খেলে যায়
মেঘলা মনের আঁচলে স্বপ্নের রংধনু হয়ে।

Post a Comment